কুমারখালীতে শহীদ মিনার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ধলনগর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের খেলার মাঠে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রাশেদুল হক তাঁর দলবল নিয়ে গত শনিবার দুপুরে বেআইনীভাবে বিদ্যালয় চত্ত্বরে প্রবেশ করে এবং বিদ্যালয়ে কংক্রিটের টাইলস করা শহীদ মিনারের মাঝখানের লাল বৃত্তের একাংশ দেশীয় অস্ত্র দিয়ে ভেঙে ফেলে। পরে স্থানীয়রা টের পেলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে প্রধান শিক্ষকের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক সভাপতি মো. রাশেদুল হক। আর কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর