প্রতিবারই তাসকিনকে নতুন রূপে দেখছি: স্টার্লিং

টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ১৯.২ ওভার খেলতে পেরেছিল। ৫ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছিল ২০৭ রান। যদিও বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছিল ৮ ওভারে ১০৪ রান। হাতের মুঠোয় লক্ষ্য পেয়ে আয়ারল্যান্ড দারুণ শুরু করেছিল।

যদিও হাসান মাহমুদ আর তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে আইরিশদের ইনিংসকে ধ্বংসস্তূপে পরিণত করে বাংলাদেশ। প্রথম দুই ওভারে ৩২ রান তুললেও শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৮১ রানে। তদের ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন তাসকিনই।

এই পেসার মাত্র ১৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও। এর মধ্যে ১ ওভারেই ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং ইউনিটকে এলোমেলো করে দেয়ার কাজটা করে দিয়েছেন এই ডানহাতি পেসারই। ম্যাচ শেষে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও তাসকিনের প্রশংসা করেছেন।

তাসকিন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা পেসার। এই টাইগার পেসারকে যতবারই দেখেছেন ততবারই মুগ্ধ হয়েছেন এই আইরিশ ব্যাটার। প্রতিবারই তাসকিনকে দেখে তার মনে হয়েছে আগেরবারের চেয়ে আরও উন্নতি করেছেন তিনি। এ কারণেই তাসকিনে মুগ্ধ হয়েছেন তিনি।

স্টার্লিং বলেন, ‘আমি অনেকদিন ধরে তাসকিনকে দেখছি। আমি প্রতিবারই তাসকিনকে যখন দেখেছি সে অনেক অনেক উন্নতি করেছে। তার গতি বেড়েছে। তার আগ্রাসী মনোভাব বেড়েছে। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন।’

বোলিং আক্রমণে এসে নিজের প্রথম বলেই লরকান টাকারকে বোল্ড করে ফেরান তাসকিন। এর দুই বল পর আইরিশ অধিনায়ক স্টার্লিংও পরাস্ত হয়ে বোল্ড হন ব্যক্তিগত ১৭ রানে। ওভারের পঞ্চম বলে জর্জ ডকরেলকে রানের খাতা খোলার আগেই তিনি নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান তিনি। শেষ ওভারে এসে তাসকিনের শিকার হয়ে ফেরেন হ্যারি ট্রেক্টর।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর