আখাউড়া ভ্রাম্যমান আদালতে ৯ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মূল্য তালিকা না থাকায় ৯টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

২৪ মার্চ শুক্রবার পৌর শহরের সড়ক বাজারে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা অভিযান পরিচালনা করে ৭টি সবজির দোকান ও ২টি মুদি দোকানকে ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করেন। এ সময় আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বলেন, ভোক্তা অধিকার আইনে মূল্য তালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৯টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। রমজানে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর