বিএনপি দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে ফরিদপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। তারা ঢাক ঢোল পিটিয়ে আন্দোলন শুরু করেছিল। এখন তাদের আন্দোলন মানববন্ধনে চলে এসেছে। তাদের আন্দোলন কোনো দিনই সফল হবে না।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ছিল নেতাকর্মীদের বাঁচানোর জন্য। এখন তাদের টার্গেট দেশে অশান্তি সৃষ্টি করা। যাদের দলে গণতন্ত্রের চর্চা নেই তারাই আবার গণতন্ত্রের কথা বলেন। তাদের শীর্ষ নেতারা দণ্ডপ্রাপ্ত। মানুষ কিভাবে তাদের গ্রহণ করবে?

জেলা আওয়ামী লীগ সভাপতি শামিম হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন, শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদ, শ্যামল ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান প্রমুখ।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর