টসে তামিমের হ্যাটট্রিক হার, বোলিংয়ে টাইগাররা

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তবে সিরিজে আগের দুই ম্যাচের মতো শেষ ওয়ানডে ম্যাচেও টস হেরেছেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। আজ আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে বোলিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচের টস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ২-১ ব্যবধানে পরাজয়ে ৭ বছর ধরে অপরাজেয় থাকার রেকর্ড ভেঙে গেছে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্যাটিংয়ে ৩৩৮ রানের সংগ্রহ এনে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে টাইগাররা।

ফলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই সিরিজ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছিল। আইরিশদের বিপক্ষে সেই লক্ষ্যে প্রথমে ব্যাট করে আগের ম্যাচের রেকর্ড সংগ্রহের রেকর্ড ভেঙে দিয়ে ৩৪৯ রান সংগ্রহ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলে তাসকিন-এবাদতরা বোলিংয়ে নামতে না পারায় লাল সবুজ দলের সিরিজ জয়ের আশা পূরণ হয়নি।

তবে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে বদলে যাওয়া বাংলাদেশ দলের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ রয়েছে। এজন্য পুনরুদ্ধারের লক্ষ্যে ফেভারিট হিসেবেই মাঠে নামছে তামিম বাহিনী। অন্যদিকে আয়ারল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর তথা সমতা আনার মিশন।

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলীর পরিবর্তে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ একাদশে ফিরেছেন। আর আয়ারল্যান্ড সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

আয়ারল্যান্ডের একাদশ : পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্টিস ক্যাম্ফার, লরকান টাকার, ম্যাথু হুমপ্রেয়াস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্রাহাম হুম।

বার্তাবাজার/জে আই

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর