বাবুগঞ্জ ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত আশ্রয়ন প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে বরিশালের বাবুগঞ্জে ১৩০টি ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তরের মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলা কে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ৭ জেলা ও ১৫৯ টি উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন শেষে এ ঘোষণা দেন তিনি।

এ ঘোষণার মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ভূমি ও গৃহের দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ।

বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরীন জোবায়দা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নান মাস্টার, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু খান প্রমুখ।

উল্লেখ্য, ১ম’২য়’৩য় ও ৪র্থ ধাপে বাবুগঞ্জ উপজেলার মোট ৪৭০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন।

বার্তা বাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর