শিক্ষকদের প্রস্তাব নাকচ, রমজানেও চলবে প্রাথমিকের ক্লাস

পুরো রমজানে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখতে শিক্ষকরা যে দাবি জানিয়েছিলেন সংসদীয় কমিটির সভায় তা নাকচ হয়ে গেছে। অর্থাৎ রমজানের ১৫ দিন বা আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে।

বুধবার (২২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দীন গণশিক্ষা সচিব বরাবর এক চিঠিতে বলেন, রমজানে প্রচণ্ড গরমে রোজা রেখে ক্লাস নেওয়া শিক্ষকদের খুবই কষ্টসাধ্য হবে। ৮০ ভাগ নারী শিক্ষক সেহরি প্রস্তুত করে সংসারের কাজ করে স্কুলে আসেন। সারাদিন স্কুল শেষে আবার ইফতারের সকল প্রস্তুতি ও সংসার পরিচালনা খুবই কষ্টকর হবে।

এ ছাড়া রমজানে কোমলমতি অনেক শিক্ষার্থী বিভিন্ন কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়। তারা বিদ্যালয়ে না এসে কোরআন শিক্ষাকেন্দ্রে চলে যায়। তাই, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে পুরো রমজান মাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখবেন এটাই ছাত্র-শিক্ষক-অভিভাবকদের প্রত্যাশা।

পরে শিক্ষকদের প্রস্তাবটি আজ (বুধবার) সংসদীয় কমিটির সভায় উঠানো হলে তা নাকচ হয়ে যায়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, প্রাথমিকের ছুটি আগে থেকেই নির্ধারিত। রমজানের ১৫ দিন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তারপরও শিক্ষকরা পুরো রমজানে বন্ধের দাবি জানিয়েছিলেন। আমরা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কমিটিতে বিষয়টি উঠিয়েছিলাম, সেখানে তা নাকচ হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, ১৫ রমজান পর্যন্ত ক্লাস চললেও এর মধ্যে শুক্র-শনিবার ও বড়দিন থাকায় রোজার ১০ দিন ক্লাস হতে পারে।

বার্তাবাজার/জে আই

 

 

 

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর