বাবুগঞ্জে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা বিষয়ে সংবাদ সম্মেলন

বরিশালের বাবুগঞ্জ উপজেলাকে ২২ মার্চ ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা সাংবাদিকদের সামনে আশ্রায়ণ প্রকল্পের আওতায় হস্তান্তরিত ঘর ও নির্মানাধীন ঘর সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার মামুনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১ম,২য়,৩য় ও ৪র্থ ধাপে বাবুগঞ্জের ভূমি ও গৃহহীন মোট ৪৭০ টি পরিবার জমি ও ঘর পেয়েছেন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর