ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১২৩টি পরিবার

ঝিনাইদহে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১২৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কমকর্তাগণ ৬ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ মার্চ জেলার ৬ উপজেলার ১২৩ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ঝিনাইদহেও ভার্চুয়ালি এ ঘর হস্তান্তর কর্মসূচীর উদ্বোধন করবেন। ৪০০ বর্গফুটের প্রতিটি গৃহে রয়েছে ২ টি বেড রুম, একটি রান্না ঘর, একটি ইউটিলিটি রুম, একটি টয়লেট ও একটি বারান্দা। ভিক্ষুক, প্রতিবন্ধী, ভ্যানচালক, বেদে সম্প্রদায়ের সদস্য, বিধবা, স্বামী পরিত্যাক্তা, ষাটোর্ধ্ব প্রবীণসহ অন্যান্য ভূমিহীনদের এ ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর