তুরাগে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ

রাজধানীর তুরাগে মো. সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রবীণ এক বীর মুক্তিযোদ্ধার উপর হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল ১০টায় তুরাগের পশ্চিম রানাভোলা এলাকায় এস.এম মাহবুবুর রহমান নামের ওই মুক্তিযোদ্ধার উপর এই হামলা ও তাকে মারধরের চেষ্টা করা হয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে দুপুরে তুরাগ থানায় জিডি দায়ের করেছে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা এস.এম মাহবুবুর রহমান।

জানা যায়, অভিযুক্ত সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তি মুক্তিযোদ্ধা এসএম মাহবুবুর রহমানের বাড়ির ৬ষ্ঠ তলায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন এবং অভিযুক্তের কাছে বাড়ি ভাড়া বাবদ প্রায় পৌনে দুই লক্ষ টাকা পাওনা হন তিনি। পাওনা টাকা চাওয়ায় অভিযুক্ত সিরাজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং এক পর্যায়ে রাস্তা থেকে ইট তুলে নিয়ে ওই বীর মুক্তিযোদ্ধাকে মারতে উদ্যত হন। প্রত্যক্ষদর্শীরা ক্ষিপ্ত সিরাজুলকে ধরে ফেললে এবং স্থানটিতে লোকজন জড়ো হলে দ্রুত ঘটনাস্থল থেকে পলায়ন করেন অভিযুক্ত সিরাজুল ইসলাম। অভিযুক্ত সিরাজুল ইসলাম বগুড়া জেলা পলাশবাড়ী থানা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।

এ বিষয়ে, ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা এস এম মাহবুবুর রহমান জানায়, সকালে আমি বাড়ির সামনে আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকাবস্থায় সে আমার কাছে আসে। আমি তার কাছ পাওনা টাকার কথা জানতে চাওয়াতে আচমকা সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এমনকি আমাকে হত্যার উদ্দেশ্যে রাস্তা থেকে ইট নিয়ে আমাকে মারার চেষ্টা করে সিরাজুল। সে নয় মাস জেলে ছিল। ওই সময় তার পরিবার বাড়ির ভাড়া প্রদান দিতে পারেনি। পরে লোকজন জড়ো হলে সে পালিয়ে যায়।

এ ব্যাপারে জিডির সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বলেন, এ ঘটনায় টিম পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর