প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এএফসি অ-২০ নারী বাছাই টুর্নামেন্টে তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে চলমান ম্যাচে প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে।

আগের ম্যাচে তুর্কমেনিস্তান ১-৭ গোলে ইরানের বিপক্ষে হেরেছিল। আজকের ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে তুর্কমেনিস্তান। অন্যদিকে বাংলাদেশ আজ জিতলে ইরানের বিপক্ষে ম্যাচটি হবে পরের রাউন্ডে যাওয়ার লড়াই।

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ প্রাধান্য বজায় রাখে। একাধিক গোলের সুযোগও তৈরি করেছিল বাংলাদেশ। তবে লিড নেওয়া সেই গোল পেতে বাংলাদেশকে ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফরোয়ার্ড আকলিমার গোলেই ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য তুর্কমেনিস্তান বাংলাদেশের গোলটি হ্যান্ডবল হয়েছে দাবি করে অনেকক্ষণ আপত্তি জানিয়েছিল। একপর্যায়ে তাদের কোচ মাঠেও প্রবেশ করেন। রেফারি অবশ্য তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন।

ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল তুর্কমেনিস্তানও। কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ তৈরি করে। কিন্তু সামনে আগানো বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা বক্সের সামনে এসে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর