বিনামূল্যে ৫০ শিশুর খৎনা!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপতালে বিনামূল্যে সুন্নতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ৫০ জন শিশুকে খাৎনা করানো হয়। খাৎনা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন সরদার।হাসপাতালের সুপার মোঃ আবুল কালাম আযাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান সার্জন প্রফেসর ডাঃ মোহাম্মদ আলী, হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অ্যাড,মোঃ আওলাদ হোসেন ও সরকার মোঃ মাছউদুর রহমান,সাবেক পরিচালক মোঃ জামাল ( জামাল কোম্পানী) ,মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম,ইএনটি ডাঃ এন এম খায়রুল বাশার ,মোঃ আব্দুল হক প্রমুখ।

হাসপাতালের কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন,ডাঃ জিয়াউল হক,ডাঃ আঃ হালিম,ডাঃ জালাল উদ্দিন প্রমুখ।

খাৎনাকৃত প্রত্যেক শিশুকে পোষাক ও ঔযুধ প্রদান করা হয়। এছাড়াও হাসপাতালের রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বক্তারা হাসপাতালের এ মহান উদ্যোগকে অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন যে,ইসলামী ব্যাংক হাসপাতাল বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্যাম্প করে মানুষের খেদমত করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

এদের এ মহৎ কর্মে অনুপ্রানিত হয়ে অন্যরাও এগিয়ে আসবে বলে তারা আশা করেন।সবাই যখন যার যার দায়িত্ব পালন করবে তখন সাধারন মানুষের আর কষ্ট থাকবে না।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর