কুষ্টিয়ার কুমারখালীতে বৃহস্পতিবার পদ্মা নদীতে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে দশ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩ কেজি জাটকা মাছ জব্দ করে এতিমখানায় দান করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, অভিযানে কারেন্ট জাল ও জাটকা মাছ জব্দ করা হয়। ১ নভেম্বর হতে আগামী জুন পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।
এছাড়াও জব্দকৃত কারেন্টজাল বিকেলে অভিযানকৃত এলাকায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলোও সেখানকার এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
বার্তাবাজার/এম আই