চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় মহিপুর শেখ জামাল সেতুর টোল প্লাজার চেকপোষ্টে তল্লাশি চালিয়ে দুই ভড়ি স্বর্ণ, নগদ ২৯ হাজার টাকা ও এই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ বায়জিত সিকদার (১৯), মিরাজ (১৯), নাইম ইসলাম ((১৯) ও রাকিবুল ইসলাম (২৬) নামের চোর চক্রের ৪ সদস্যকে আটক করে মহিপুর থানা পুলিশ। তাদের সবার বাসা পটুখালী শহরের বিভিন্নস্থানে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, আটককৃতরা পটুয়াখালীর বিভিন্ন স্থান থেকে চুরি করা স্বর্ণালঙ্কার বিক্রয়ের উদ্দেশ্যে কুয়াকাটায় আসার চেষ্টা করছিলো তবে প্রতিদিনের ন্যায় থানা পুলিশের চেকপোষ্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বার্তাবাজার/এম আই