চট্টগ্রামে দীর্ঘ ৯ মাস পর ছাত্রলীগকর্মী আসকার বিন তারেক ওরফে ইভান হত্যা মামলায় আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।
তিনি জানান, বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে নগরীর পটিয়া থানা এলাকা থেকে আসকার বিন তারেক ওরফে ইভান হত্যা মামলার আরেক আসামি শ্রাবণ দেকে (২০) গ্রেফতার করা হয়। গ্রেফতার শ্রাবণ পটিয়া থানাধীন করণখাইন গ্রামের সাধুর বাড়ির মৃত অজিত দের ছেলে।
বৃহস্পতিবার গ্রেফতার শ্রাবণকে মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। এ নিয়ে এই হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল রাত ৯টার দিকে কোতোয়ালী থানার চেরাগি পাহাড়ের আজাদী গলিতে ইভানকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ইভানের বাবা মোহাম্মদ তারেক বাদী হয়ে সাতজনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেন।
এ মামলায় এরই মধ্যে শোভন দেব, সৌরভ দাশ, প্রিয়ম বিশ্বাস, সজীব নাথ, সৌভিক পাল, মোঃ শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়। সবশেষ গ্রেফতার হয় শ্রাবণ দে।
বার্তাবাজার/এম আই