জেলায় জেলায় বিক্ষোভের ডাক গণঅধিকার পরিষদের

বিদ্যুৎ, গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।

গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সামনে এক সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর এই কর্মসূচির ঘোষনা দেন।

এর আগে গত ১ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির এক জরুরি মিটিং এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, শুক্রবারের কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে জেলাগুলোকে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। গণঅধিকার পরিষদের জেলা কমিটিগুলো কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করার জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে।

বার্তাাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর