বিএনপি-জামায়াত রেল বন্ধের অপচেষ্টায় ছিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর লাভজনক নয় বলে বিএনপি-জামায়াত জোট সরকার রেল পথ বন্ধের অপচেষ্টায় ছিল। তারা রেলের লোকবলও ছাঁটাই করেছিল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী বাস ভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাঁশিতে ফুঁ দিয়ে ও পতাকা উড়িয়ে দেশের তিন রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি।

পাবনার রূপপুর, গাজীপুরের জয়দেবপুর ও কুমিল্লার শশীদল এ তিনটি রেলপথের উদ্বোধন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে রেল যোগাযোগ স্থাপনে কাজ করছে। গত ১৪ বছরে ৬৫০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে।

বিস্তারিত আসছে…

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর