তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কর্মসূচি স্থগিত করে দলটির পক্ষ থেকে জানানো হয়।
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প ট্র্যাজেডির কারণে দেশে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
উক্ত কর্মসূচি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এছাড়া উপস্থিত থাকার কথা ছিলো ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
তুরস্কে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা রেকর্ড গড়ার দিকে যাচ্ছে। এরই মধ্যে তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, তুরস্কে মৃতের সংখ্যা ১২ হাজার ৩৯১ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৯৯২ জনে।
বার্তাবাজার/এ.আর