রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ী থেকে ১০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতশরিফ উদ্দিন (৩৫) চট্রগ্রাম জেলার জোরালগঞ্জ থানার মো.জসিম উদ্দিনের ছেলে। সে পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের আরও তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

দক্ষিণখান থানার এসআই রিশিত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত তিনদিন ধরে কঠোর নজরদারি করে আজবুধবার কসাইবাড়ির আমির হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে দুইটি লাগেজ থেকে ১০ কেজি গাজা উদ্ধারসহ শরিফউদ্দিনকে আটক করেন।

ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

বার্তাবাজার/এম আই

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর