ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মত বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে হাফ ম্যারাথন দৌড়

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। দেশ-বিদেশের ২৫০ জন দৌড়বিদ এতে অংশগ্রহণ করবেন। যার মধ্যে ভারত, জাপান, রাশিয়া এবং নেপালের ৬ জন দৌড়বিদ রয়েছেন।

এ উপলক্ষে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মিলনায়তনে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামজা মাহমুদ।

এতে কলেজের উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান দিলারা আক্তার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, শিক্ষক পরিষদ সম্পাদক এ, জেড, এম আরিফ হোসেনসহ কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপতগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ম্যারাথন দৌড় সম্পর্কে সার্বিক বিষয় তুল ধরে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মোঃ রাজন মিয়া।

এ সময় বক্তারা বলেন, ২০২২ সালে স্থানীয়ভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও এবারই প্রথম বৃহৎ পরিসরে এ ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে সকাল ৬টায় শুরু হবে এ হাফ ম্যারাথন। যেখানে ২১.১ কিলোমিটার দৌড়ে অংশ নিবেন ৭৭ জন, ১০ কিলোমিটার দৌড়ে অংশ নিবেন ৮৪ জন এবং ৫
কিলোমিটার দৌড়ে অংশ নিবেন ৮৯ জন। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গন শুরু হওয়া ম্যরাথন দৌড় শিমরাইলকান্দি শেখ হাসিনা রোড, চর ইসলামপুরের গঙ্গানগর হয়ে আবার শিমরাইলকান্দি ব্রীজে এসে শেষ হবে। দৌড়কে সুস্থতার হাতিয়ার হিসেবে তুলে ধরতে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর