দৌড় প্রতিযোগিতায় পাকুন্দিয়ার শাহিনুর জাতীয় পর্যায়ে দ্বিতীয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী শাহিনুর আক্তার ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় ইভেন্ট-এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে। গত ২ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শাহিনুর আক্তার পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এর আগে সে উপজেলা, জেলা, উপ-অঞ্চল ও ঢাকা বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ১০০মিটার ও ২০০মিটার দৌড়ে সে দ্বিতীয় স্থান লাভ করে। এছাড়াও দীর্ঘ লাফে সে তৃতীয় স্থান অর্জন করে।

গত মঙলবার আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্রেস্ট, ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন আয়োজকরা।

এ ব্যাপারে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক বলেন, শাহিনুর আক্তার আমাদের স্কুলের গর্ব। পুরো উপজেলার গর্ব। সে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে এনেছে। তাঁর এ কৃতিত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দিত। খেলাধুলায় তার এ অবিস্মরণীয় সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর