জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কায় হ্নদয় হাসান নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার বলারদিয়ার চৌধুরী বাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় বলার দিয়ার গ্রামের হোটেল ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, হ্নদয় হাসান বুধবার সকালে বড় বোন সুমির সাথে বলারদিয়ার চৌধুরীবাড়ী মোড়ের ব্র্যাক স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় রাস্তা পারা হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে হ্নদয় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এম আই