বরিশাল ক্যাডেট কলেজে প্রশিক্ষণ নেয়ার সময় পড়ে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বরিশাল ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীর প্রশিক্ষণ নেয়ার সময় রশি থেকে পড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বরিশাল ক্যাডেট কলেজের এ দুর্ঘটনা ঘটে।

পরে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সালমান রহমান জুবায়ের বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান মো. শাহজালালের ছেলে।

বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিজয় জানান, বিকেল পাঁচটার দিকে রক্তাক্ত অবস্থায় ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডা.পারভেজ মেহেদী ইসিজি পরীক্ষা করার পর তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, মৃত জানানোর পরও অভিভাবকরা সালমানকে চিকিৎসার জন্য বরিশালের সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়।

ব‌রিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘আমাকে অফিসিয়ালভাবে এখনও জানায়নি বিষয়‌টি।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর