রাজধানীতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করলো সাংবাদিকরা

রাজধানী উত্তরার দক্ষিণ খান এলাকার মধ্য গাওয়াইর থেকে সাংবাদিকদের সহায়তায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের খন্ডিত মূর্তি উদ্ধার করা হয়। মঙ্গলবার (ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে খন্ডিত মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮ টায় যুগান্তরের উত্তরা প্রতিনিধি শুভো শিকদার, অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি তানজীন মাহমুদ (তনু), দৈনিক গণজাগরণ পত্রিকার প্রতিনিধি যোবায়ের হোসাইন, খোলা কাগজের পত্রিকার প্রতিনিধি মাহফুজ আলম খোকন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মধ্য গাওয়াইর এলাকার ভবন নির্মাণ কাজ শুরু করার একটি জমি থেকে আনুমানিক ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে। এ নিয়ে সাংবাদিকরা সরেজমিনে তথ্য অনুসন্ধান শুরু করেন।

রাত ১১টায় কষ্টিপাথর মূর্তির সন্ধান মিলে। মূর্তি উদ্ধারে দক্ষিণ খান থানার ওসি অপারেশন আফতাব এর সাথে বারবার যোগাযোগ করে কোন সাড়া না পাওয়ায় সাংবাদিকরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)- এর এডিশনাল এসপি এহাসানুজ্জামান ও উপ-পুলিশ পরিদর্শক শেখ মো. রাসেলকে রাষ্ট্রীয় এই সম্পদ উদ্ধারে এগিয়ে আসার অনুরোধ করেন।

ফোনের ভিত্তিতে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সহায়তায় রাষ্ট্রীয় সম্পদটি উদ্ধার করেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় এডিশনাল এসপি ইহসানুজ্জামান পিপিএম দক্ষিণ খান থানা পুলিশের কাছে রাষ্ট্রীয় সম্পদটি হস্তান্তর করেন।

বার্তাবাজার/এম আই/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর