মাগুরায় জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহিতকরণ সভা

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ ও প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডাঃ শামিমা শামছি ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) তুষার কান্তি ঢালীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সুপারভাইজার মুহাম্মদ আরিফুর রহমান। অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুশান্ত চন্দ্র রায়, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুস সবুর, সব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পান্না খাতুন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক খান আবু হাসান, স্যনিটারি ইন্সপেক্টর অচিন্ত্য কুমার সাহা। আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি ৫ দিনব্যাপী ৮টি ইউনিয়নে কুকুরের টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর