ইউরোপের ফুটবল দুনিয়া থেকে ধীরে সরে গেছেন রোনালদো। কাতার বিশ্বকাপের পরপরই সৌদি ক্লাবে নাম লেখান পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আগামী দুই বছর এখানেই থাকবেন তিনি।
বিশ্বজুড়ে রোনালদোর অগণিত ভক্ত, বাংলাদেশেও পর্তুগিজ তারকার কম ভক্ত নেই। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশির অবস্থান। তাই বাংলাদেশের মানুষের সাথে তার দেখা হওয়াটা অসম্ভব নয়।
এমনই এক বাংলাদেশি ভক্তের সাথে দেখা হয়ে গেল ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকার সঙ্গে। সেখানেই এক ভিডিও বার্তায় বাংলাদেশকে সালাম জানিয়েছেন রোনালদো।
অমিতাভ দেবনাথ নামের বাংলাদেশি একটি পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে রোনালদো বলছেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ।’
বার্তাবাজার/এম আই