সড়কের ৩০টি মূল্যবান কাঠ গাছ কেটে ফেলেছে প্রভাবশালীরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আঞ্চলিক সড়কে থাকা নানা প্রজাতির প্রায় ৩০টি মূল্যবান কাঠ গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে প্রায় তিন মাস অতিবাহিত হলেও এখনো কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর-মির্জাপুর-এক্তারপুর আঞ্চলিক সড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ গাছ রয়েছে। গত ২২ অক্টোবর শনিবার সরকারী অফিস বন্ধ থাকার সুযোগে এক্তারপুর গ্রামের প্রভাবশালী মোঃ দর্পন ভুঁইয়া তার বাহিনী নিয়ে সড়কের উভয়পাশে থাকা আকাশি, মেহগনি, কড়ই, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি মূল্যবান কাঠ গাছ কেটে নেয়। অভিযোগ রয়েছে, হরষপুর ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার মোঃ আব্দুল ওয়াহাব মিয়ার শ্যালিকার জামাই হলেন মোঃ দর্পন ভূঁইয়া।

জানা যায়, তহশিলদারের পরামর্শে ছুটির দিনে গাছ কেটে ট্রাক্টর দিয়ে নিয়ে বিক্রি করে দেয়। গাছগুলোর বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে অভিযোগ সূত্রে জানা যায়। তহশিলদার আব্দুল ওয়াহাব মিয়া একই ইউনিয়নের বাগদিয়া গ্রামে বাসিন্দা। স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ প্রদান করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় ২২ নভেম্বর ও বিজয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ২৮ নভেম্বর বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত করার নির্দেশ দেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে গাছ কাটার বিষয়টি কোন তদন্ত শুরু করতে পারেননি বলে স্থানীয়রা অভিযোগ করে।

তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন জানান, গাছ কাটার বিষয়টি তদন্ত চলমান। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর