সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করার অভিযোগে কুয়াকাটায় ইউপি সদস্যসহ দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে সরকারি খাস জমিতে বেকু মেশিন দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রির অভিযোগে লতাচাপলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিজান মুসুল্লী ও কুয়াকাটা পৌরসভার ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরের স্বামী ইলিয়াস মিয়াকে বালু মহল ও মটি ব্যবস্থপনা আইনে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
তাদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বার্তাবাজার/এম আই