৩য় বারের মতো সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে মিনি ম্যারাথন-২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় এস. এস. রোডস্থ সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দীন,২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ ফরিদুল ইসলাম,সহকারি পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম,সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিএমএ’র সভাপতি ডা. জহুরুল হক রাজা,বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আকরামুজ্জামান স্বাচিপ সিরাজগঞ্জ শাখার সভাপতি ডাঃ ওয়ালিউল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম হিরা প্রমুখ, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা প্রমুখ।
আগামী ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। জেলা শহরের মুক্তির সোপান থেকে শুরু করে এই ম্যারাথন হবে জেলার হার্ড পয়েন্ট পর্যন্ত। রয়েছে লক্ষাধিক টাকার প্রাইজবন্ড।
মাত্র ২০০ টাকা দিয়েই যে কেউ অনলাইনে কিংবা সরাসরি হার্ট ফাউন্ডেশনে এসে রেজিস্ট্রেশন করতে পারছে। রেজিস্ট্রেশন লিংকঃ https://www.shasthoshurokkha.org/marathon
বার্তাবাজার/জে আই