সবুজ পোশাক কারখানায় বিশ্বের শীর্ষ তালিকায় বাংলাদেশ

সবুজ পোশাক কারখানায় বিশ্বের শীর্ষ তালিকায় বাংলাদেশ বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানান।

পাঠকদের জন্য তাঁর ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো: জানুয়ারি মাসে সবুজ কারখানার স্বীকৃতি পেল ৩টি কারখানা। বর্তমানে দেশের সবুজ সনদ পাওয়া কারখানা হচ্ছে ১৮৬টি। বাংলাদেশের ৬২টি পোশাক কারখানা প্ল্যাটিনাম রেটিং, ১১০টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া ৪টি সার্টিফাইড কারখানা রয়েছে।

আরও কিছু কারখানা পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর