‘পাকিস্তানে না খেলতে এলে গোল্লায় যাক ভারত’

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহর এমন কথা নতুন করে উত্তাপ ছড়ায় ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে।

বিসিসিআই এখনো পর্যন্ত তাদের কথা থেকে সরে আসেনি। তাই এশিয়া কাপ পাকিস্তানে হবে কি না তা নিয়ে একটা শঙ্কা বিরাজ করছে। কেননা বিসিসিআই সেক্রেটারি জয় শাহ আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি।

বিসিসিআইকে এবার একহাত নিলেন পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানে না খেলতে এলে ভারত গোল্লায় যাক, বলে মন্তব্য করেছেন সাবেক এই ব্যাটার। একইসঙ্গে আইসিসিকে ভারতের ওপর কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মিয়াঁদাদ বলেন, ‘আমি তো আগে থেকেই বলছি খেলতে না এলে গোল্লায় যাও (ভারত)। আমাদের কিছু আসে যায় না। আমি সবসময় পাকিস্তানকে সমর্থন করেছি। যখনই কোনও সমস্যা তৈরি হয়েছে, আমি ভারতকে ছেড়ে কথা বলিনি। আমাদের উচিত নিজেদের দিকটায় নজর দেওয়া। সেটার জন্যই লড়াই করা দরকার। আমরা তাদের পরোয়া করি না কারণ আমরা আমাদের ক্রিকেট আয়োজন করার সুযোগ পেয়েছি। ’

‘এটা আইসিসির কাজ। আইসিসি যদি এসব নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে গভর্নিং বডি রাখার কোনো মানেই হয় না। আইসিসির উচিত প্রতিটি দেশের জন্য একই নিয়ম বানানো। যদি কোনো দল আসতে না চায়, তাদের নিষিদ্ধ করা উচিত। ’

মিয়াঁদাদের দাবি, হেরে যাওয়ার ভয়েই ভারত পাকিস্তানে খেলতে চায় না। তিনি বলেন, ‘পাকিস্তানে এসে খেলুক। কেন আসে না তারা? তারা আসলে পালিয়ে বেড়াচ্ছে। ভারত যদি এখানে এসে হেরে যায়, তাহলে প্রচুর সমস্যায় পড়তে হবে তাদের। ভারতীয়রা সেটা হজম করতে পারবে না। দাঙ্গা শুরু হবে। তাদের সমর্থকরা খুবই খারাপ। যখনই তারা হারে, তাদের সমর্থকরা ঘরবাড়ি পুড়িয়ে ফেলে। এটা আমাদের সময়েও হয়েছে। একারণেই ওরা আমাদের সঙ্গে খেলতে চায় না। ’

‘তাদের সমর্থকদের বোঝা দরকার, ক্রিকেট একটি খেলা এখানে হার-জিত আছেই। ভালো না খেললে, হারই প্রাপ্য। আমি চাই আইসিসি কঠোর সিদ্ধান্ত নিক। ’

এদিকে এশিয়া কাপের ভেন্যুর ব্যাপারে আগামী মার্চে সিদ্ধান্ত নেবে আইসিসি।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর