সাতক্ষীরায় ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাতক্ষীরার কালিগঞ্জে পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে ম্যাটস ও আইএইচটির সামনে প্রায় ২০০ জন শিক্ষার্থী জড়ো হয়ে এই বিক্ষোভ করেন। পরে দাবি আদায়ের প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধ তুলে নিয়ে মানববন্ধন করে তারা।

বিক্ষোভে অংশ নেওয়া ম্যাটসের ৩য় বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানে স্থায়ী কোনো শিক্ষক নেই। দীর্ঘদিন এই ইনস্টিটিউট ভাড়া করা শিক্ষক দিয়ে চলছে। এ ছাড়া ঠিকমতো ক্লাস নেওয়া হয় না। এ জন্য মোট পাঁচটি দাবি আদায়ের লক্ষ্যে তারা মাঠে নেমেছেন।

আইএইচটির ২য় বর্ষের ছাত্র সীমান্ত মন্ডল বলেন, ‘প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় লোকবলসহ বিভিন্ন সরঞ্জামের অভাব রয়েছে। এ ছাড়া এখানে আবাসন সমস্যা প্রকট। শিক্ষার্থীদের থাকার জন্য ভালো জায়গা নেই।’

এ বিষয়ে মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ইদ্রিস আলী মিয়া বলেন, ‘প্রতিষ্ঠানটিতে বেশকিছু সমস্যা রয়েছে। আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করছি। এ ছাড়া পর্যাপ্ত অনুদান না পেলে আবাসিক সমস্যাসহ সরঞ্জামের ঘাটতি মেটানো সম্ভব নয়।’

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ জি এম ফারুকুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলো পূরনের আশ্বাস দিয়েছি। তবে তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।’

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর