উইঘুর মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে ওআইসিসহ বিশ্বনেতাদের সক্রিয় অবস্থানের দাবি

উইঘুর মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে ওআইসিসহ বিশ্বনেতাদের সক্রিয় অবস্থানের দাবি জানিয়েছে ইসলামিক প্রগতিশীল জনতাফ্রন্ট।

১৯৯৭ সালের ৩ থেকে ৫ ফেব্রুয়ারি চীনের জিনজিয়াং এর গুলজা শহরে মুসলিমদের ওপর চালানো গণহত্যার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ইসলামিক প্রগতিশীল জনতাফ্রন্টের নেতারা বলেন, চীনে মুসলিমরা সংখ্যালঘু। সেখানে দীর্ঘদিন ধরেই নির্যাতনের স্বীকার হচ্ছেন তারা। গোটা বিশ্ব মুসলিম নির্যাতনে নীরবতা পালন করছে।

মানবাধিকার সংগঠনগুলোকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। তারা বলেন, গণতন্ত্রহীন চীনে ধর্মপালনে নানা বাধার মুখোমুখি হতে হয় সংখ্যালঘুদের।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর