ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ‘লীগের দু’পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাংচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি
বাড়িঘর।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শুড়াগ্রামে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের মনিরুল ইসলাম, উজ্জল হোসেন, জাহিদুল ইসলাম, নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও ছবদুল হোসেনের বাড়ী করা হয়।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি চায়ের দোকানে দু’পক্ষের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। গভীর রাত পর্যন্ত দফায় দফায় উভয় পক্ষের অন্তত ৬ টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর