পাবনায় মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু

পাবনায় মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় একুশে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু। স্বাগত বক্তব্য দেন একুশে বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান স্বপন।

একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, একুশে পদক প্রাপ্ত কৃষিবিদ ড.জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।
মেলায় অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর