ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহার সিকদার ওই গ্রামের গুরুদাস সিকদারের ছেলে।

নিহারের ভাই নৃপেন সিকদার বলেন, গ্রামের এক কৃষক তার বীজতলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। সকালে নিহার বীজতলার পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাচ্ছিলেন। এ সময় সে ওই ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে নিহার সিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর