দুইমাস পর কারামুক্ত যুবদলের টুকু

দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকের সামনে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গত ৩ ডিসেম্বর রাতে রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় একই গাড়িতে থাকা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকেও গ্রেপ্তার করা হয়।

এরমধ্যে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান নয়ন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর