কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধারসহ শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো, মোশারফ হোসেন (২৮), মো. আজিজ (২৩) ও মো. রবিউল হাসান (২০)।
কুতুবদিয়ার বড়ঘোপ এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম ইউসুফ।
অধিনায়ক জানান, একদল অস্ত্রধারী জলদস্যু কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউ গাছের নিচে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মোশারফের দেহ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যমতে শিকদার পাড়া এলাকায় একটি ছাপড়া ঘরের ভেতর থেকে ১টি প্লাষ্টিকের বস্তা ভর্তি ৩টি এসবিবিএল, ৪টি এলজি এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে অস্ত্রসহ ধৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এম আই