ছাত্রদলের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ তানু মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাশিমপুর কারাগার ১ থেকে মুক্তি পান। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তানভীরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কারাগারে থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে কারা হাসপাতালে চিকিৎসা নেন। ১ মাস ২৫ দিন জেল খাটার পর আজ জামিনে মুক্তি পেলেন।
একই সময়ে ছাত্রদলের আরো ৭-৮ জন নেতাকর্মী মুক্তি পেয়েছেন।
বার্তাবাজার/হৃ.আর