বেনাপোলে সিমান্তে ভারতীয় প্রসাধনীসহ ২ পাচারকারী গ্রেফতার

যশোরের বেনাপোলে সিমান্তে ভারতীয় বিপুল পরিমাণ প্রসাধনীসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল বন্দর থানাধীন বড় আঁচড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা, আসামীরা হলো, ছোট আঁচড়া (মধ্যপাড়া) গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রবিউল ইসলাম রবি (২৮) ও বড় আঁচড়া (গেট পাড়া) গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে মিনারুল ইসলাম কাজল (২০)।

বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, বড় আঁচড়া গ্রামস্থ মাহমুদুল হাসান নাবিলের কম্পিউটার দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রসাধনী সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য ২ লাখ ৫২ হাজার ৭শত টাকা।

চোরাকারবারিরা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় বেনাপোল বন্দর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর