ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের মরদেহ মিলল ধান ক্ষেতে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আব্দুল হামিদ (৫৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেপুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উচালিয়া পাড়ার ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হামিদ ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, বুধবার রাত ১১টার দিকে বাসা থেকে বের হন আব্দুল হামিদ। পরে গভীর রাত হলেও আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে তার কোনো সন্ধান পায়নি। সকালে বাড়ির পাশে ধানি জমিতে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনাটির তদন্ত চলছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর