ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট।
নির্বাচনে ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী পেয়েছেন ১১৩৫৬ ভোট।
বুধবার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-ঠাকুরগাঁও) আসনের উপ- নির্বাচনে সকাল সাড়ে ৮ থেকে শুরু হয় ভোট গ্রহণ এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। শুরুতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পায়।
১২৮টির মধ্যে ১২৮টির ঘোষিত ফলাফলে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।
শান্তি শৃঙ্খলায় আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত ছিল পুলিশ, আনসার,র্যাব, বিজিবি, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও নির্বাচন কমিশনে ১৮ জন পর্যবেক্ষক।
উল্লেখ্য, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও ৩ আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। ভোট সংখ্যা ৩ লক্ষ ২৪ হাজার ৭৪১। তার মধ্যে মহিলা ১লক্ষ ৫৯ হাজার ৩১ জন, পুরুষ- ১ লক্ষ ৬৫ হাজার ২১০ জন। ১২৮ টি কেন্দ্রে ৮০৮ টিপ বুথের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বার্তাবাজার/এম আই