হিরো আলমকে হারিয়ে জয়ী হলেন তানসেন

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে উপ-নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে নন্দীগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিফা নুসরাত এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মশাল প্রতীকে তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

এর আগে সকাল সাড়ে ৮টায় ভোট শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। সবকেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর