মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগ।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চেতনা ৭১ মঞ্চ চত্ত্বর থেকে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চেতনা ৭১ মঞ্চের সামনে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শ্রাবন হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উচ্ছ্বাস উজ জামান রাব্বীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাহিদ খান ও সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম।
এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই