পুলিশ মাইকিং করে ভোটারদের ডাকছে : মির্জা আব্বাস

উপনির্বাচনে পুলিশ মাইকিং করে ভোটারদের ডাকছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে বিএনপির পদযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন।

আব্বাস বলেন, বিএনপির ছেড়ে দেওয়া শূন্য ছয়টি আসনে উপনির্বাচনের কেন্দ্রে কোনো ভোটার নেই। পুলিশ মাইকিং করে ভোটারদের ভোট দিতে ডাকছে। এটাই এ সরকারের অধীনে নির্বাচনের প্রকৃত চিত্র।

তিনি বলেন, বিএনপির পদযাত্রা আওয়ামী লীগের পতনযাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষা। পদযাত্রায় মানুষের এত ভিড়, সুই ফেলারও জায়গা নেই।

বিএনপির এই নেতা বলেন, আমরা চিৎকার ও চুপ থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। তারা বুঝে গেছে বেশি দিন ক্ষমতায় নেই। তাই এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার।

মির্জা আব্বাস বলেন, শান্তিপ্রিয় এ দেশের মানুষ প্রয়োজনে কঠোরও হতে জানে। এ সরকারকে এখন মানুষ বিশ্বাস করে না।

বার্তাবাজার/জে আই

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর