চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছেন প্রকৌশলীরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর লালখান বাজার সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে আইইবি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যৌথ উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চসিকের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানির ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াসহ নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে প্রকৌশলীদের বিরাট ভূমিকা ও অবদান রয়েছে। প্রকৌশলীদের নিরলস কষ্ট ও পরিশ্রমের সুফলেই দেশে ছোট বড় সব প্রজেক্ট ও স্থাপত্য বাস্তবায়িত হয়। এজন্য প্রকৌশলীদের কাজ করার পরিবেশ দিতে হবে। প্রকৌশলীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সেই সাথে প্রকৌশলীদের হামলাকারীদের শাস্তি নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
এসময় বক্তব্য দেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রকৌশলী এম শাহজাহান, প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ, বর্তমান ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। এছাড়া চট্টগ্রামের সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলীরাও এ মানববন্ধনে অংশ নেন।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি বিকেলে চসিকের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ে ২ হাজার ৩৯২ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানীর কক্ষে হামলা করেন দুর্বৃত্ত ও প্রভাবশালী ঠিকাদাররা। এ ঘটনায় রাতে নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় রাতেই চার জনকে গ্রেফতার করে পুলিশ।
বার্তাবাজার/এম আই