ঝিনাইদহে নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়ি হতে হাটবাকুয়া জামে মসজিদ পর্যন্ত ১ কিলোমিটার নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোদাচ্ছের হোসেন, বীর মুক্তিযোদ্ধা শিকদার আজিজুর
রহমান তিতুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটারের এই সড়কটি নির্মাণ কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, এ সড়কটি নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন হবে। পাশাপাশি তাদের দূর্ভোগ অনেকাংশে কমে যাবে বলে মনে করেন ভুক্তভোগী এলাকাবাসী।
বার্তাবাজার/এম আই