উপ- নির্বাচন:গড়িয়ে আসছে বেলা বাড়ছে ভোটার

সকালে মেঘলা আকাশ আর শীতের কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলার সাথে সাথে বাড়তে শুরু করে ভোটারের উপস্থিতি।

বুধবার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল- ঠাকুরগাঁও) আসনের উপ- নির্বাচনে সকাল সাড়ে ৮ থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শুরুতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পায়।

এবারে আসনটিতে ১২৮ কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম বারের মত আসনটিতে ইভিএম এ ভোট হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

এ আসনে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছে। তারমধ্যে ১৪ দলের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী ( হাতুড়ি প্রতীক),জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি হাফিজউদ্দিন আহমেদ(লাঙ্গল প্রতীক),জাকের পার্টির মনোনীত প্রার্থী এমদাদুল হক(গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় (একতারা), সিরাজুল ইসলাম (টেলিভিশন ) এনপিপি’র শাফি আল আসাদ (আম প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শান্তি শৃঙ্খলায় আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে পুলিশ, আনসার,র‌্যাব, বিজিবি, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও নির্বাচন কমিশনে ১৮ জন পর্যবেক্ষক নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

উল্লেখ,পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও ৩ আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। ভোট সংখ্যা ৩ লক্ষ ২৪ হাজার ৭৪১। তার মধ্যে মহিলা ১লক্ষ ৫৯ হাজার ৩১ জন, পুরুষ- ১ লক্ষ ৬৫ হাজার ২১০ জন। ১২৮ টি কেন্দ্রে ৮০৮ টিপ বুথের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হচ্ছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর