দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে পাবনা জেনারেল হাসপাতালের নার্সরা

২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের রাজা হোসেন (২৫) নামের এক ইন্টার্ন নার্সকে মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের বহিরাগত দালাল সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১ ফেব্রুয়ারি) হাসাপাতালের ক্লিনিক্যাল ইন্টার্ন নার্সরা দ্বিতীয় দিনের মতো ছয়দফা দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন করছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডের মেডিসিন ইউনিটে নার্সকে মারধরের ঘটনা ঘটে। পরে ঘটনার বিচার চেয়ে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন ইন্টার্ন নার্সরা। বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার বিচার চেয়ে হাসপাতালের পরিচালক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেন।

এ ঘটনার পর কর্মবিরতিতে যান হাসপাতালের ইন্টার্ন নার্সরা। ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাদের দাবির মধ্যে রয়েছে- হাসপাতালে কর্তব্যরত নার্সদের ব্যক্তি স্বাধীনতা দেওয়া, রোগী হয়রানি বন্ধ করা, নার্সদের নিরাপত্তা নিশ্চিত করা, নার্সদের কাজে কোনো হস্তক্ষেপ না করা, নার্সদের যথাযথ সম্মান নিশ্চিত করা।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, ঘটনা শোনার পর পরই আমি হাসপাতালের ইন্টার্ন নার্সদের কাছে যাই। তবে অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা হাসপাতালের পরিচালনা পরিষদ বৈঠক করেছি। হাসপাতালে বহিরাগতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পদক্ষেপ নেওয়া হবে।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর