আখাউড়া স্থলবন্দর দিয়ে এক মাসের জন্য মাছ রপ্তানি বন্ধ, শতকোটি টাকা লোকসানের আশংকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যে কয়েকটি পণ্য ভারতে রপ্তানি হয়- তার মধ্যে সিংহভাগই বরফায়িত মাছ। তবে আজ বুধবার (০১ ফেব্রুয়ারি) থেকে আগামী ১ মার্চ পর্যন্ত বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকবে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার আপত্তির কারণে সেখানকার ব্যবসায়ীরা মাছ আমদানি বন্ধ রাখবেন।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ থেকে ৬০ টন মাছ ভারতে রপ্তানি হয়। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে ১ লাখ ডলারের মাছ রপ্তানি হয়। তবে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি আমদানিকৃত মাছের মান যাচাই করণে প্রয়োজনীয় সরঞ্জাম এবং জনবল না থাকায় মাছ আমদানি বন্ধ রাখার জন্য বলেন সেখানকার ব্যবসায়ীদের। এর ফলে আজ থেকে এক মাস মাছ রপ্তানি বন্ধ থাকবে। এতে করে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি সরকারও বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে। পাশাপাশি বন্দরের রপ্তানি বাণিজ্য আরও বেশি সংকুচিত হয়ে পড়বে।

এ বিষয়ে বন্দরেরে ব্যবসায়ী শাহনেওয়াজ মিয়া শানু জানান, ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া(ফেসাই) একটি চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছিল ফেব্রুয়ারী মাস থেকে মাছ,শুটকি ও ফুট জাতীয় পন্য এই বন্দর দিয়ে রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু ফেসাই আবার জানুয়ারি ১৬ তারিখ চিঠির আদেশ তুলে ফেললেও খুলাসা করে কিছু না বলাই ও চিঠির সঠিক উত্তর না পাওয়ার কারনে ইন্ডিয়া কাস্টমস আমাদের থেকে মাছ রপ্তানি করবে না বলে জানিয়েছেন। এরই প্রেক্ষিতে তাই আমরা আজ ১ ফেব্রুয়ারী থেকে মার্চের ১ তারিখ পর্যন্ত এই বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রেখেছি। এতে করে সরকার ১০০ কোটি টাকা সমপরিমাণ ডলার রেমিট্যান্স থেকে বঞ্চিত হবে। সেই সাথে মাছ রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ী কর্মচারী মিলে ২ হাজার লোকের কর্ম সংস্থান বন্ধ হয়ে পরবে। আশা করছি দু দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়টি দ্রুত সমাধান করবে।

আখাউড়া স্থলবন্দরেরর সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, চিঠির মাধ্যমে মাছ আমদানি বন্ধের বিষয়টি ভারত থেকে ব্যবসায়ীদের জানানো হয়েছে। তবে যেহেতু বন্দর কর্তৃপক্ষ মাছের ট্রাক থেকে মাশুল আদায় হয় বেশি, সেজন্য রপ্তানি বন্ধের ফলে বন্দরের আয়ে ভাটা পড়বে।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর